24 C
Kolkata

WB Civic Poll : বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান বিজেপিরই

নিজস্ব সংবাদদাতা : তীব্র চাপানউতোর দেখা গেল মালদহের ইংরেজবাজারে। ইংরেজবাজারে পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে দেওয়াল লিখলেন ওয়ার্ড কমিটির বিজেপি নেতা-কর্মীরা। আসন্ন পুরো নির্বাচনে ইংরেজবাজার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী করেছে রোহিত হালদারকে। রোহিত ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর এই নিয়েই অসন্তোষ ছড়িয়েছে বিজেপির অন্দরে। ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা-কর্মীদের অভিযোগ, তাঁরা যাদের প্রার্থী করার জন্য দাবি জানিয়েছিলেন জেলা কমিটি তা মানেনি।

তাই বহিরাগত বিজেপি প্রার্থীকে একটিও ভোট দেওয়া হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি প্রার্থীকে পরাজিত করা হবে। এবং এই বিষয়েই দেওয়াললিখনের মাধ্যমে প্রচার আরম্ভ করেছেন বলেও জানান তাঁরা। সোশ্যাল মিডিয়াতেও বিজেপি প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে প্রচার চলছে বলে জানা যায়। আসন্ন ভোটেও এই অসন্তোষের নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি বিজেপি প্রার্থীর।

আরও পড়ুন:  DA:মহার্ঘ ভাতা না মিললেও,সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর ঘোষণা করল নবান্ন!

দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি পার্থসারথি ঘোষ জানান– এর নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। ওই ওয়ার্ডের বিজেপির কয়েকজনকে হাত করে এই ধরনের কাজ করানো হচ্ছে। ২০১৫ সালের পুরো নির্বাচনে মাত্র ১০০ ভোটে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী। আর বিধানসভা নির্বাচনে এই ওয়ার্ডেই এগিয়েছিল বিজেপি। বিজেপি নিশ্চয় বোঝে, এটা তৃণমূলের রাজনৈতিক কৌশল।

তবে যাঁরা দলবিরুদ্ধ কাজ করছেন তাঁদের বিরুদ্ধে বহিষ্কারের পথে হাঁটবে বিজেপি। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী এর পাল্টা দেন, এটা বিজেপির নিজেদের মধ্যে কলহ। মালদহে বিজেপির কোনও অস্তিত্ব নেই। রাজ্য সরকারের উন্নয়নকে হাতিয়ার করে সমস্ত ওয়ার্ডে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেসই।

Featured article

%d bloggers like this: