প্রভাতফেরিতে নামসংকীর্তনের দলে প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং। নিজের অঞ্চলে দোলের সকালে এ ভাবেই দেখতে পাওয়া গেল দেশের জনপ্রিয় গায়ককে। প্রথমে সাদা পাঞ্জাবি আর জিন্স পড়ে বাড়ির দাওয়ায় বসেছিলেন। হঠাৎ পড়শিদের ভিড়। সবাই রং মাখাবেন তাঁকে। সবার দেওয়া আবিরে, ফাগে মাথা, মুখ রঙিন হল তার। মাথা ঝাঁকাতেই ঝরে পড়ছে রকমারি রং। ওই অবস্থাতেই হাতে গিটার তুলে নিলেন গায়ক। ঝংকার তুললেন তাতে। ইনিই হলেন দোলের দিনের অরিজিৎ। ফাগের পালা চুকতেই পিচকিরি, গোলা রং নিয়ে গায়কের উপরে ঝাঁপিয়ে পড়েছেন বন্ধুরা। হাসিমুখে মেনে নিয়েছেন তিনি। রং দেওয়ার ফাঁকেই কখনও তিনি খোল-করতাল সহযোগে নামসংকীর্তনের দলের সঙ্গে। কখনও গিটার বাজিয়ে গেয়ে উঠেছেন ‘ইয়াদো মে খো গ্যয়া’। এভাবেই জিয়াগঞ্জের মাটির সঙ্গে মিশে গিয়েছেন তিনি। মাটির কাছাকাছি থেকে উদযাপন করেছেন দোল উৎসবও।এদিন আকাশে বাতাসে যেন রঙের নেশা। সেই নেশার হাতে নিজেকে সঁপে দিয়েছেন গায়ক। তাঁর এই সমর্পণে খুশি অনুরাগীরা। তাঁদের দাবি, মাটির মানুষ। সারাক্ষণ মাটির কাছাকাছি। এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও। এই কারণেই তাঁর গানে এত মাধুর্য। সব মিলিয়ে অরিজিৎ সিংও এত জনপ্রিয়।
Arijit Singh: আবীর মেখে প্রভাত ফেরিতে নামসংকীর্তনে অরিজিৎ
