22 C
Kolkata

Tollygunge Studio Fire : টালিগঞ্জের NT1 স্টুডিওতে বিধ্বংসী আগুন

ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড। কলকাতার স্টুডিওপাড়ায় ভয়াবহ আগুন। রবিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লেগে যায় টালিগঞ্জের NT1 স্টুডিওতে। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় স্টুডিওর একাংশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারাও তৎপর হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশও। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় আশঙ্কা রয়েছে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। যদিও ভোরবেলা কোনও স্টুডিওশ্যুটিংয়ের কাজ চলছিল না। তবে ভিতরের অনেক সামগ্রী পুড়ে যাওয়ার আশঙ্কা।

একাধিক সিনেমা, সিরিয়ালের শ্যুটিং হয় এই NT1 স্টুডিওতে। শ্যুটিংয়ে ব্যবহৃত জিনিসপত্র এই স্টুডিওতে রাখা ছিল। সেগুলি ইতিমধ্যেই আগুনের গ্রাসে চলে গিয়েছে বসে আশঙ্কা করা হচ্ছে। এর জেরে প্রচুর টাকার ক্ষতির সম্ভাবনা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন রবিবার ভোর পাঁচটা নাগাদ স্টুডিও থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন তাঁরা। তারপরই খবর যায় দমকলের কাছে। স্থানীয়দের অভিযোগ, দমকল পৌঁছনোর আগেই আগুন বিধ্বংসী রূপ নেয়। স্টুডিওর একাংশ দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

আরও পড়ুন:  Mamata Banerjee: রামনবমীতে মুসলিম এলাকায় হামলা করলে ছেড়ে কথা নয় : হুঁশিয়ারি মমতার

ভিতরে একাধিক দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। তবে যেহেতু কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছে ফলে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে তাঁদের। স্টুডিওর ভিতরে আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। সঠিক ভাবে এখনও জানা যায়নি ঠিক কি ভাবে এই আগুন লাগে।

Featured article

%d bloggers like this: