24 C
Kolkata

Durnibar Honeymoon : মধুচন্দ্রিমায় মোহর – দুর্নিবার ! ‘সিক্রেট’ ফাঁস

চার হাত এক করে নতুন জীবনে পা রেখেছেন সারেগামাপা খ্যাত সংগীতশিল্পী দুর্নিবার। টলি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারীক মোহরের সঙ্গে বিবাহিত জীবন শুরু করেছেন সঙ্গীত শিল্পী। তাঁদের বিয়ে নিয়ে কম চর্চা হচ্ছে না ! ইতিমধ্যেই তৈরি হয়েছে নানান বিতর্ক। মোহরের জন্যই নাকি দুর্নিবার-মীনাক্ষীর ঘর ভেঙেছে সেই অভিযোগও তুলেছে নেটিজেনদের একাংশ। সব বিতর্ককে উপেক্ষা করেই সামনে এল নবদম্পতির হানিমুন প্ল্যান। তাহলে জেনে নেওয়া যাক মধুচন্দ্রিমায় পাহাড় নাকি সমুদ্র কোনটিকে বাছলেন মোহর-দুর্নিবার।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন সারেগামাপা খ্যাত সংগীতশিল্পী দুর্নিবার সাহা। মোহরের সঙ্গে বিয়ে নিয়ে একদল মানুষ কটাক্ষ করলেও, তাঁদের ভক্ত ও শুভাকাঙ্খীর সংখ্যা নেহাতই কম কিছু নয়। বিয়ের পর তাঁদের হানিমুন ডেস্টিনেশন জানতে উদগ্রীব ভক্তরা। পারফেক্ট লোকেশনের কথা বললেও, সেই জায়গার নাম শেয়ার করেননি। তবে দুর্নিবার জানিয়েছেন, বিদেশেই হানিমুন সারবেন তাঁরা। কোনও এক নির্জন দ্বীপে মোহরের সঙ্গে একান্তে কোয়ালিটি সময় কাটাবেন নবদম্পতি। খুব শীঘ্রই সেই লোকেশনের উদ্দেশ্যে উড়ে যাবেন।

আরও পড়ুন:  Card Game:তাসের ৪জন রাজা কিন্তু গোঁফ কেনো ৩ নের? জানলে চমকে যাবেন!

Featured article

%d bloggers like this: