24 C
Kolkata

Meghbalika: মেঘের মাঝে গান গাইছে মেঘবালিকা, অসাধারণ পারফরম্যান্স !

সাধারণত বিমানে যাত্রীরা যাত্রাপথে যেমন ধরনের অভিজ্ঞতা অর্জন করেন তা থেকে একটু ব্যতিক্রমী স্বাদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিল মেঘবালিকা নামক একটি ব্যান্ড। মাঝ আকাশে তারা গাইলেন গান। আর সেই গান শুনে মুগ্ধ বিমানের যাত্রীরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে সেই ভিডিও। অনেকেই তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন আবার কেউ বা মাঝ আকাশে এইভাবে এই গান গাওয়ার জন্য একটু বিরূপ মন্তব্য করেছেন। তবে মাঝ আকাশে গাওয়া গান যে অসাধারণ ছিল তা স্বীকার করে নিয়েছেন অনেকেই।ত্রিপুরার একটি জনপ্রিয় ব্যান্ড হল মেঘবালিকা। ইউটিউব বা ফেসবুক সার্চ করলে এই ব্যান্ডের বিভিন্ন গান পেয়ে যাবেন। এই ব্যান্ডের সদস্যরা সবাই মহিলা। মেঘবালিকার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায় ইন্ডিগোর বিমানে তারা গান গাইছেন। আর সেই গান মহানন্দে উপভোগ করছেন যাত্রী থেকে শুরু করে কেবিন ক্রু সদস্যরা।

আরও পড়ুন:  Parno Mittra Age, Height, Husband, Biography:চিনে নিন সুন্দরী পার্নো মিত্র-র স্বামীকে

ভিডিওটির ক্যাপশনে মেঘবালিকা ব্যান্ড ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটিকে (Tripura State AIDS Control Society) ওই ট্রিপের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে। এই ব্যান্ডের সদস্যরা মূলত ইন্ডিগো ফ্লাইটে করে কোন অনুষ্ঠানে যোগদানের জন্য যাচ্ছিলেন। যাত্রা পথে মাঝ আকাশে গান “এমন যদি হত আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ” গানটি। ভিডিওটিতে দেখতে পাওয়া যায়, সেই গানের সঙ্গে করতালি দিচ্ছেন বহু যাত্রীরা। তারা সেই গান শুনে কতটা খুশি তা স্পষ্ট তাদের চোখে মুখের ভাষায়। এমনকি এই গান বেশ মহানন্দে উপভোগ করছিলেন কেবিন ক্রু সদস্যরা। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন। অনেকে মাঝ আকাশে বিমানের মাঝে এত সুন্দর উপস্থাপনার জন্য মেঘবালিকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন, আবার কেউবা ধন্যবাদ জানিয়েছেন। আবার অনেকে একটু বিরূপ মন্তব্য করে লিখেছেন, বিমানে এইভাবে গান গাওয়া উচিত হয়নি।

আরও পড়ুন:  Anubrata Mondal:নিজের আধার কার্ড না থাকায় ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বীর’ কেষ্ট

Featured article

%d bloggers like this: