29 C
Kolkata

Priyanka – Rahul: প্রিয়াঙ্কাকে কখনও ইডি ডাকলে আমি সবসময় ওর পাশে: রাহুল

টলিউডের অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তথা রাহুলের ইনস্টাগ্রাম এই মুহূর্তে চর্চায়। প্রিয়াঙ্কার সাথে বিবাহ বিবিচ্ছেদের পর পর্দায় রাহুল-রুকমা জুটি দর্শকদের বড় প্রিয়। তাঁদের রসায়ন টেলিপাড়ার অন্দরের চর্চার বিষয়। এমনও শোনা গিয়েছে, তাঁরা নাকি পরস্পরের প্রতি দুর্বলও! যদিও সে কথা কোনও দিনই স্বীকার করেননি তাঁরা। বরাবর বলে এসেছেন, ‘‘আমরা খুব ভাল বন্ধু।’’ গত পুজোর ঠিক আগে রাহুল-প্রিয়াঙ্কা কাছাকাছি। তখন থেকে রুকমার সঙ্গে এভাবে আর প্রেমবন্দি হননি। বেশ কয়েক মাস পরে আবার সেই আমেজ ফিরতেই নড়ে বসেছেন অনুরাগীরা। সজাগ নিন্দুকের দল। তারা রীতিমতো প্রশ্ন তুলেছে, তা হলে কি রুকমার সঙ্গে দূরত্ব ঘোচাচ্ছেন রাহুল ?

কেন এমন প্রশ্ন? তারও কারণ আছে। টেলিপাড়ার অন্দরের খবর, যে ভাবে বিনোদন দুনিয়ায় ইডির ছায়া ক্রমশ বড় হচ্ছে তাতে আগামী বহু অভিনেতা-অভিনেত্রীর ডাক পড়তে পারে। গুঞ্জন সেই তালিকায় নাকি প্রিয়াঙ্কাও আছেন। সত্যি-মিথ্যে জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল রাহুলের সঙ্গে। রবিবারের সকালে রাহুল ছেলে সহজকে নিয়ে জাদুঘরে। সেখান থেকেই বললেন, ‘‘বিনোদন দুনিয়ায় ইডির হানা নিয়ে কিচ্ছু বলার নেই। প্রিয়াঙ্কার নামেও কোনও খবর আমার কাছে আসেনি। সবটাই ভুয়ো। আমার কাছে খবর, যে প্রিয়াঙ্কার নাম শোনা যাচ্ছে তিনি অন্য অভিনেত্রী।’’ যদি তদন্তের স্বার্থে তলব করা হয়, প্রিয়াঙ্কাকে কি সমর্থন করবেন অভিনেতা? জবাবে রাহুল যেন সেই পুরনো রাহুল। জোর দিয়ে বললেন, ‘‘আমি সব সময় প্রিয়াঙ্কার পাশেই আছি। আমরা ছেলের জন্য এক সঙ্গে। সে রকম কিছু ঘটলে তখনও প্রিয়াঙ্কার পাশেই থাকব।’’

আরও পড়ুন:  Elon Musk: এ কী অবস্থায় পাকিস্তানের রাস্তায় বেড়াচ্ছেন ইলন মাস্ক

তা হলে রুকমার সঙ্গে ঘনিষ্ঠ ছবি? সঙ্গে ক্যাপশন, ‘আবার দেখা যদি হল সখা প্রাণের মাঝে আয়’! নিন্দুকেরা যে অন্য রকম গন্ধ পাচ্ছেন। রাহুলের সপাট জবাব, ‘‘খুঁজে পেলেও কিচ্ছু করার নেই। আমরা ভাল বন্ধু ছিলাম, আছি, থাকব। অনেক দিন পরে ধাবায় হঠাৎ দেখা। তাই সেলফি। আর ক্যাপশন তো মজা করে দেওয়া হয়েছে! এর মধ্যে কিছু খোঁজার হাজার চেষ্টা করলেও কিচ্ছু মিলবে না।’’

Featured article

%d bloggers like this: