আবারও এক নক্ষত্র পতন। প্রয়াত কলকাতার বিখ্যাত লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা তথা পরিচালক সন্দীপ দত্ত। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সন্দীপ দত্ত। প্রিয়জনদের মায়া কাটিয়ে বেশ কয়েকদিন রোগভোগের পর শেষ পর্যন হাপাতালেই মৃত্যু বরণ করেন সন্দীপ বাবু। তিনি সব সময়ই বলতেন, লিটল ম্যাগাজিনে লিখুন। লিটল ম্যাগাজিন কিনুন। কিনে পড়ুন। লিটল ম্যাগাজিন কিনে পড়ার সাহসই হল লেখকের গর্ব ও অহংকার।
লিটল ম্যাগাজিনের সম্পাদক ও কবি-লেখকদের এভাবে সাহস ও বল জোগানোর মতো আর কাউকে ভবিষ্যতে পাওয়া যাবে কিনা সে কথা বলবে সময়। তবে সন্দীপ দত্তের এই প্রয়াণে নবীন-প্রবীণ লেখককুলের সকলেই পিতৃহারার দুঃখ পেয়েছেন। বাংলা লিটল ম্যাগাজিনের বিস্তৃত জগতের যে অপূরণীয় ক্ষতি হল এ কথাও লেখাই বাহুল্য।