নিজস্ব সংবাদদাতা : বিবাহ বিচ্ছেদের পাশাপাশি মাসে ৭ লক্ষ টাকা খোরপোষ চেয়ে স্বামী রোশন সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। অবশেষে তাঁর এই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত। ভারতীয় দন্ডবিধির ১২৫ নম্বর ধারায় রোশনের বিরুদ্ধে খোরপোষের মামলা করেছিলেন অভিনেত্রী। সেই মামলায় আপাতত জারি করেছে আদালত এমনটা সূত্রের খবর। অন্যদিকে শ্রাবন্তীর বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দেওয়ার অভিযোগে ভারতীয় দন্ডবিধির ৩৪০ ধারায় মামলা করেছেন রোশন সিং। সেই পারজারি মামলা চলবে বলেই জানিয়েছে আদালত।
Srabanti: মাসে ৭ লক্ষ টাকা খোরপোষের দাবি, রোশনের বিরুদ্ধে মামলায় স্থগিতাদেশ আদালতের
