29 C
Kolkata

Howrah bridge: সাত সকালে দুঘটনা হাওড়া ব্রিজে,আহত ১০

নিজস্ব প্রতিবেদন: সকাল সকাল বড়োসড়ো দুর্ঘটনা হাওড়া ব্রিজে। সূত্রের খবর, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ । সকাল নয়টা নাগাদ ঘটনাটি ঘটে।খরব পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হাওড়া সিটি পুলিস। কাটার দিয়ে গাড়ি কেটে সরানো হয় বাসগুলি। আহতদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অফিস টাইমে এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। তবে পুলিসের তৎপরতায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন:  Ismart Jodi: জিৎ-র মুখোমুখি প্রসেনজিৎ-ঋতুপর্ণা

Featured article

আরও পড়ুন:  La Liga : প্রকাশ্যে লা লিগার ক্রীড়াসূচি, কবে এল ক্লাসিকো?