24 C
Kolkata

বরানগরে কিশোরী ধর্ষণকাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা : গত ১৪ অগস্ট বরাহনগরের এক কিশোরীকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে অপহরণ করে দুই যুবক। অভিযোগ, তুলে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়। এরপর তাকে পাচারের চেষ্টা করা হয় বলে অভিযোগ। মেয়েটির পরিবার জানিয়েছে, উত্তর ২৪ পরগনার মালঞ্চতে নিয়ে যাওযা হচ্ছিল মেয়েটিকে। সম্ভবত সেখানেই তাকে পাচারের চেষ্টা করা হত।

সিসিটিভি ফুটেজ দেখে মেয়েটিকে উদ্ধার করা হয়। ১৫ অগস্ট বরাহনগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করতে যায় নির্যাতিতার পরিবার। অভিযোগ, পুলিশ ধর্ষণের অভিযোগ নিতে চায়নি। পকসো আইনে মামলাও দায়ের করতে চায়নি। লঘু ধারায় মামলা রুজু করা হয়েছে বলে অভিযোগ। তাই তাঁরা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। আজ হাইকোর্ট এই মামলা গ্রহণ করেছে এবং বরানগর থানার আইসি ও তদন্তকারী অফিসারকে শোকজ করেছে।আগামী বৃহস্পতিবার হাইকোর্টে এই মামলার শুনানি হবে

আরও পড়ুন:  Money in home:আলমারিতে কতো ক্যাশ রাখবেন,জেনে নিন

নির্যাতিতার আইনজীবী জানিয়েছে, ১২-১৩ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে পাচারের চেষ্টার মতো গুরুতর অভিযোগ নিতে চায়নি পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনের ধারায় কোনও মামলাই দায়ের হয়নি বলে অভিযোগ তাই সুবিচারের আশায় কিশোরীর পরিবার এখন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে।

Featured article

%d bloggers like this: