নিজস্ব সংবাদদাতা : বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ। মৃতের নাম রামকিশোর কেজরিওয়াল (৭০)। ১০৮ এর বি নারকেলডাঙা মেইন রোডের ঘটনা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রামকিশোর কেজরিওয়াল কিছুদিন আগেই কোভিড টেস্ট করিয়েছিলেন। সেই টেস্টের রেজাল্ট পজিটিভ আসায় তিনি বেশ হতাশায় ডুবে যান। তাঁর পরিবারের দুটি শিশু বাদে বাকি আরও ৪জন করোনায় আক্রান্ত বলে পরে জানা যায়। তারপর থেকে ওই পরিবার বাড়িতেই হোম কোয়ারেন্টিনে রয়েছে। বুধবার সকালে সকলের চোখ এড়িয়ে রামকিশোরবাবু ওই বহুতলের ছাদে চলে গিয়ে সেখান থেকে ঝাঁপ দেন। ভারী আওয়াজ পেয়ে বাড়ির লোকেরা বাইরে বেড়িয়ে দেখেন রামকিশোরবাবু নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ঘটনার খবর পেয়ে ওই বহুতলে আসে পুলিশ। তাঁরা রামকিশোরবাবুর দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গেছে , রামকিশোর বাবু বেঙ্গল কেমিক্যালের কাছে মানিক্লাবের একটি ফ্ল্যাট কিনেছিলেন। ল্যান্ডলর্ড শ্যামসুন্দর পাতোদিয়ার কাছ থেকে ২ কোটি টাকা দিয়ে ওই ফ্ল্যাট কিনেছিলেন। টাকা সমস্ত মেটানোর পরও তিনি ফ্ল্যাট ‘হ্যান্ডওভার’ করেননি বলে অভিযোগ। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন রামকিশোর। নিজের সমস্ত বিষয় সম্পত্তি বিক্রি করে তিনি ফ্ল্যাট কিনেছিলেন। এর মধ্যেই করোনা ধরা পড়ায় নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন বলে জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। বুধবার সকালে বহুতলের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হবার খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিসি ই এস ডি অজয় প্রসাদ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। করোনা শুধু শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাকেই ভেঙে দিচ্ছে তাই নয়, ভেঙে দিচ্ছে মানুষের মনের জোরও। তার জেরেই একশ্রেনীর করোনা আক্রান্ত মানুষের মধ্যে বেড়ে চলেছে আত্মহত্যার প্রবণতা। কিছুদিন আগেই উত্তরবঙ্গের বুকে এক সেফ হোম থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক করোনা আক্রান্ত। এবার সেই একই ঘটনা ঘটল খাস কলকাতার বুকে।
বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী করোনা আক্রান্ত বৃদ্ধ
