25 C
Kolkata

By-election in Asansol: বারাবনিতে অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা,রক্তাক্ত নিরাপত্তারক্ষী

নিজস্ব প্রতিবেদন: বারাবনিতে ১৭৫ নম্বর বুথে উত্তেজনার ধুন্ধুমার। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় । অগ্নিমিত্রা পালের নিরাপত্তারক্ষীদের সাথে চলে ধস্তাধস্তি। আর তাতেই রক্তাক্ত অগ্নিমিত্রা পালের নিরাপত্তারক্ষী। বিজেপি প্রার্থীর অভিযোগ, পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। তাঁকে ধাক্কা দেওয়া হয় বলেও জানান। বাঁশ ও লাঠি নিয়ে দীর্ঘক্ষন চলে সংঘর্ষ। গাড়ি লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এমতো উত্তেজনার মধ্যে পুলিশ জল খেতে ব্যস্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়নি বলে অভিযোগ। এমনকি তিনি বারাবনির ওসি বদলের আর্জি জানিয়েছেন নির্বাচন কমিশনারের কাছে ।

Featured article

%d bloggers like this: