বিশেষ সংবাদদাতা : বিজেপির পশ্চিমবঙ্গের নেতারা দাবি জানিয়েছেন উত্তরবঙ্গকে কেন্দ্র শাসিত অঞ্চলে রূপান্তরিত করা হোক। নেপাল সীমান্ত দিয়ে উত্তরবঙ্গে যেভাবে দুষ্কৃতী অনুপ্রবেশ ঘটছে এবং রোহিঙ্গারা যে ভাবে উত্তরবঙ্গকে সেফ পাসেজ হিসেবে ধরে নিচ্ছে তাতে এই ভূখণ্ড কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার দাবি রাখে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই কথা শুনেই তেলেবেগুনে জ্বলে উঠে বলেছেন, ‘এটি বাংলা ভাগ করার চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এ যেন মামার বাড়ির আবদার, আসলে ভোটে হেরে গিয়ে বিজেপির মাথার ঠিক নেই।ওরা উত্তরবঙ্গকে দিল্লি কিংবা কাশ্মীর বানাতে চাইছে। বিজেপি জানে না যে এটা করতে গেলে রাজ্যের অনুমোদন লাগে। বাংলার মানুষ বাংলা ভাগ হতে দেবে না। ‘
মুখ্যমন্ত্রী দাবি করেন যে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে কোনও ফারাক নেই। যে অনুপ্রবেশ অথবা রোহিঙ্গা সমস্যার কথা ওঁরা তুলে ধরছেন তা সামলাতে রাজ্য সরকারই যথেষ্ট। বিজেপি বিভেদের রাজনীতি করছে, বিচ্ছিন্নতার রাজনীতি করছে, বাংলার মানুষ এটা মেনে নেবে না বলে সুর ছড়িয়েছেন মুখ্যমন্ত্রী।