25 C
Kolkata

নিউটাউন কাণ্ডে বং-কানেকশন

নিজস্ব সংবাদদাতা: নিউটাউন শ্যুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ভরত কুমারের শ্বশুরবাড়ির হদিশ মিলল কলকাতায়। কলকাতার মেয়েকেই বিয়ে করেছিলেন ভরত কুমার।

কলকাতার চারু মার্কেট এলাকার মেয়েকে ২০১৮ সালে বিয়ে করেছিল ভরত কুমার। এরপরই তারা পাঞ্জাবে চলে যান। ভরতের শাশুড়ি ভারতী দেব জানান, মেয়ে নিজের মতে বিয়ে করেছিল। সম্ভবত সোশ্যাল মিডিয়ায় আলাপ। জামাই কী করতেন, তা সম্পর্কে তিনি কিছু জানেন না বলেই জানান।

জানা গেছে, স্ত্রীকে নিয়ে কিছুদিন আগেই কলকাতায় আসে ভরত। একটি হোটেলে ছিলেন তারা। স্ত্রী একাই চারু মার্কেটে পরিবারের কাছে যান। এরপর তারা দুজনেই পাঞ্জাব ফেরৎ যান। স্ত্রীয়ের দাবি, ভরত কুমারকে ফাঁসান হয়েছে। গাড়ির প্রয়োজনে নিউ টাউনে ডাকা হয়েছিল ভরতকে। তার স্বামীর গ্যাংস্টার যোগ নেই বলেই দাবি করেন ভারতের স্ত্রী।

আরও পড়ুন:  Street Dog: গাড়ি দেখলেই তার পেছনে কেন ধাওয়া করে কুকুর ? জানুন কারণ

Featured article

%d bloggers like this: