নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শুক্রবার রাত ১ টায় প্রয়াত হন ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি স্বামী হিরন্ময়ানন্দজি মহারাজ। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিয়ারলেস হাসপাতালে। মৃত্যুকালে তাঁর বয়স হচ্ছিলো ৯৪ বছর। ১৯৫৪ সালে ভারত সেবাশ্রম সঙ্ঘে যোগ দেন স্বামী হিরন্ময়ানন্দ। তিনি তাঁর পুরো জীবনটাই এই কাজের সাথে যুক্ত রেখেছিলেন। তাঁর বিশেষ অবদাবন ছিল উত্তরবঙ্গে জনজাতি সমাজে উন্নয়ন ও শিক্ষা বিস্তারের উপর।
এই সঙ্ঘের প্রধান কার্যালয় কলকাতার বালিগঞ্জে থাকলেও এ শাখা ভারত সহ বহু দেশেই ছড়িয়ে রয়েছে। সেই প্রধান কার্যালয়ে আশ্রমে সঙ্ঘ সন্ন্যাসী-ব্রহ্মচারী-ভক্তবৃন্দ কর্তৃক প্রয়াত পূজ্য শ্রীমৎ স্বামী হিরণ্ময়ানন্দজী মহারাজকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনকরা হয়। তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে শনিবার বিকাল ৪ টে নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে।