34 C
Kolkata

Rudranil-ghosh: পুলিসের বিজ্ঞাপনে বিজেপির রুদ্রনীল !

নিজস্ব প্রতিবেদন: রাজ্য পুলিসের বিজ্ঞাপনে দেখা গেল রুদ্রনীল ঘোষকে। ড্রাগস নিয়ে প্রচার কর্মসূচী শুরু করেছে রাজ্য পুলিস। ড্রাগস ও মাদকচক্র নিয়ে সতর্ক থাকার বার্তা দিতেই রাজ্য পুলিসের ফেসবুক সাইটে প্রচার কর্মসূচী চলছে । সেই কর্মসূচীর বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে রুদ্রনীল ঘোষের ছবি। তারপর থেকেই উঠছে প্রশ্ন। এখনও বিজেপিতেই রয়েছেন তিনি । তবে কী কারণে রাজ্য পুলিশের বিজ্ঞাপনে রুদ্রনীল ঘোষ ? ছবি ঘিরে তুঙ্গে জল্পনা।

আরও পড়ুন:  GTA Election : পাহাড়ে সবুজ ঝড়

Featured article

আরও পড়ুন:  Kolkata: এবার মেট্রো স্টেশনে ফিডার সার্ভিস , উপকৃত হবে শহরবাসী