29 C
Kolkata

Breaking : কলকাতা জাদুঘরে হঠাৎ করে চললো গুলি ! মৃত এক

নিজস্ব প্রতিবেদন : আহত এখনো অনেক। কলকাতা জাদুঘরে ভর সন্ধ্যায় হঠাৎ গুলি মৃত এক।এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সিআইএসএফের পক্ষ থেকে এই গুলি চালানো হয়েছে।

গুলি চালিয়েছে CISF র ইউনিট হেড । মৃত জওয়ানের নাম মিস্টার সারেঙ্গী। প্রাথমিক ভাবে জানা গিয়েছে , জাদুঘর খোলা ও বন্ধ করা নিয়েই অশান্তি। সেখান থেকেই এই গুলি চালানোর অভিযোগ।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে ভিতরে ঢোকেন তিনি। ১৫ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানিয়েছেন।

গুলি চালক আত্মসমর্পণ করেছেন। আহত পিজিতে ট্রমাকেয়ারে ভর্তি ।

আরও পড়ুন:  Saayoni Ghosh Covid Positive: করোনা কামড় সায়নী ঘোষকেও
আরও পড়ুন:  Anubrata Mondal: সিবিআইয়ের ঘরে ঢোকার পালা কেষ্টার?

Featured article