25 C
Kolkata

Mamata Banerjee:’ক্ষমতা দেখাচ্ছে বিজেপি! আমার মুখ বন্ধ করা যাবে না’,বাঘিনী মমতা


নিজস্ব প্রতিবেদন: পাখির চোখ নির্বাচন। কিন্তু তার আগেই ওলট পালট রাজ্য রাজনীতি। বুধবারই নির্বাচনের আগে প্রকাশ্যে এসেছে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বাজেট। যদিও সেই বাজেট নিয়ে বিন্দুমাত্র খুশি নন মুখ্যমন্ত্রী। তবে অপরদিকে বাজেট পেশের পরেই শেয়ার মার্কেটে নিয়ে মন্তব্য ছুড়লেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের বাজেট পেশের মধ্য দিয়ে দেখা যায় চলতি বছর নানা ক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে আবার নানা ক্ষেত্রে দাম কম হয়েছে। যদি বাজেট অধিবেশনের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে মোবাইল ফোন, টেলিভিশন, ইলেকট্রিক সাইকেল, চিমনি সহ খেলনার দাম কমেছে। অপরদিকে দাম বৃদ্ধি হয়েছে সোনা রুপা সহ তামাক জাতীয় দ্রব্যের। তবে চলতি বাজেটে অনেকটাই কমানো হয়েছে আইকর। কিন্তু তাতে খুশি হননি তৃণমূল সুপ্রিমো।

পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে একরাশ ক্ষোভ উপড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শেয়ার বাজারের ধস নিয়েও বলতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। শেয়ার বাজার নিয়ে তৃণমূল নেত্রী সুর তোলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তার কথায়,’ বাজেটে বেকারদের জন্য কোনও ঘোষণা নেই’। এমনকি ২০২৪- র নির্বাচন নিয়ে খুব উগরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তৃণমূল নেত্রীর কথায়,’ বিজেপি ভোটের আগে ক্ষমতা দেখাচ্ছে । সরকারটাই পড়ে যাচ্ছিল। ধস নেমেছিল শেয়ার বাজারে। শেয়ার কেনার নির্দেশ ফোন করে দেওয়া হয়। ছ-আটজনকে ফোন করে শেয়ার পড়ে যাওয়া আটকাতে। আমরা জানি তারা কারা, নাম বলতে চাই না’।

আরও পড়ুন:  Tollygunge Studio Fire : টালিগঞ্জের NT1 স্টুডিওতে বিধ্বংসী আগুন

এরপরেই প্রধানমন্ত্রী সরকারকে এক হাত নিয়ে ঘাসফুল শিবিরের নেত্রী বলেন, ‘ সরকার একশো দিনের টাকা কেটে নিয়েছে কেনও? মানুষ আগামী দিনে কাজ না করতে পারে। বিজেপি রাজ্যগুলি সন্ত্রাস করা ছাড়া আর কিছু করে না। শুধু আমাকে গালাগালি দেয়। কিন্তু আমার মুখ বন্ধ করা যাবে না’। কেন্দ্রীয় সরকারকে তোপ দাগার পাশাপশি ডিভিসি জল ছাড়া নিয়েও কটাক্ষ করতে ছাড়েন না তৃণমূল নেত্রী। কারণ গতবছরগুলিতে একনাগাড়ে বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে বন্যা হয় রাজ্যের একাধিক জেলায়। সেই প্রসঙ্গে তোপ দাগিয়ে মুখ্যমন্ত্রী সুর ছড়ান , ‘ডিভিসি জল ছাড়লেই বন্যা হয়’।

Featured article

%d bloggers like this: