নিজস্ব প্রতিবেদন: আর্থিক সংকটে ভুগছে রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটি। ক্ষতিপূরণ দেওয়ার মতো টাকার নেই সংস্থার কাছে। এই পরিস্থিতিতে বুধবার রাজ্য অর্থ দফতরকে প্রয়োজনীয় অর্থ দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। বকেয়া টাকা মেটানোর উদ্দেশ্যে এই আর্থিক সাহায্যে প্রদান করা হচ্ছে। আগামী ছ’সপ্তাহের মধ্যে এইবিষয়ে রাজ্যের অর্থ দফতরকে রিপোর্ট দিয়ে জানাতে হবে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে কতটা কার্যকর হবে এই নির্দেশিকা এই বিষয়ে দ্বন্ধ রয়েছে।