নিজস্ব প্রতিবেদন: ফের অগ্নিকান্ড শহরে। একদিকে যখন রাজ্যবাসী সরস্বতী পুজো নিয়ে মেতে উঠেছে ঠিক তখনই অন্যদিকে চিংড়িঘাটার সুকান্তনগরে ভয়াবহ অগ্নিকান্ডে আতঙ্কিত হয়ে উঠেছিল এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে দমকলের ২ টি ইঞ্জিন। জখম ৭। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, এদিন রাতে গ্যাস সিলিন্ডার ফেটেই এই অগ্নিকান্ড। এর পাশাপাশি আনন্দপুর থানার অন্তর্গত মাঝিপাড়ার এক প্লাষ্টিক গুদামে বিধ্বংসী আগুণ লাগে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে দমকলের ৫ টি ইঞ্জিন। দাহ্য বস্তু থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পরে এলাকায়।

উল্লেখ্য, গত বুধবার (১৮ জানুয়ারি) গভীর রাতে বিধ্বংসী আগুনের ভস্মীভূত হয়ে যায় দু’টি বাড়ি সহ একটি দোকান। এই ঘটনাটি নজরে আসতেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তড়িঘড়ি দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায় নি। ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ির বানারহাট হাটখোলা এলাকায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন গভীর রাতে আগুনের কালো ধোঁয়া এবং লেলিহান শিখা দেখতে পান। দমকলকর্মীদের খবর দেওয়ার পাশাপাশি স্থানিয়রা সেই আগুন নেভানোর কাজ নিজেরাই উরু করে দেয়। তার পর ধূপগুড়ি এবং মালবাজার দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। প্রায় ঘন্টা দেড়কের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নতুন বছরের শুরু হচ্ছে তার এক মাসও পার হতে না হতেই অঘটন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কখনও আগুন, কখনও পথ দুর্ঘটনা আবার কখনও ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার মতো ঘটনা ঘটেই চলেছে শহর ও রাজ্যের বিভিন্ন প্রান্তে।