27 C
Kolkata

অসুস্থ কবীর সুমনকে দেখতে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসারত সঙ্গীতশিল্পী কবীর সুমন। সোমবার বিকেলেই অসুস্থ কবীর সুমনকে দেখতে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত রাতেই হঠাৎই অসুস্থ বোধ করেন কবীর সুমন।

এরপর রবিবার গভীর রাতে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় সঙ্গীতশিল্পীকে। শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকায় ইতিমধ্যেই তার করোনা রিপোর্ট পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরই মাঝে কবীর সুমন অসুস্থ এই খবর পেতেই সোমবার নবান্ন সভাঘর থেকে সাংবাদিক সম্মেলন সেরেই এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাসপাতাল সূত্রে খবর,এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন কবীর সুমন। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষ সুমনের চিকিৎসায় রয়েছেন তিনি । ভর্তির সময় সঙ্গীত শিল্পীর শরীরে অক্সিজেনের মাত্রা ৯০ ছিল। যদিও এই মুহূর্তে অক্সিজেন দিতে হচ্ছে শিল্পীকে। অন্যান্য ওষুধও চলছে তার। কবীর সুমনের গলায় প্রবল ব্যাথা সহ কথা বলতে কষ্ট হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  Keykhabor Bengali Newspaper 27/09/2022
আরও পড়ুন:  North 24 Pargana: ফের সিভিক ভলেন্টিয়ারকে মারধর, গ্রেপ্তার ২

Related posts:

Featured article

%d bloggers like this: