28 C
Kolkata

kolkata: কলেজে ভর্তির প্রক্রিয়া হবে অনলাইনে

নিজস্ব প্রতিবেদন: কলেজ ভর্তি নিয়ে দুর্নীতির ঘটনা নতুন নয়। যা রুখতে সরকার অনলাইন পদ্ধতিতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। চালু হতে চলেছে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি। অনেক কলেজেই ভর্তির নামে ইনিয়নের দাদাগিরি চলে। তোলাবাজি নেওয়ারও অভিযোগ ওঠে। বার বার এই সংক্ৰান্ত দাবি ওঠায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি করা হবে। সূত্রের তরফ থেকে জানানো হয় ,নবান্ন সবুজ সঙ্কেত দিলেই এই পথে হাঁটা শুরু হবে। আগামী সপ্তাহে এই নিয়ে বৈঠকে বসবেন উচ্চ শিক্ষা দফতর। আগেও এই উদ্যোগ নেওয়া হলেও শেষমেশ তা বাস্তবায়ন সম্ভব হয় নি। অনলাইনে ভর্তির প্রক্রিয়া চালু হলে কোনও বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলি কলেজ রয়েছে সবার ক্ষেত্রে বিষয়ভিত্তিক একটাই মেধাতালিকা তৈরি করবেন। ফলে পরীক্ষার্থীদেরও জানতে সুবিধা হবে কোন কলেজে সুযোগ পাওয়ার যোগ্যতা কতটা রয়েছে। তাহলে কোনও ছেলেমেয়েই দুর্নীতির খপ্পরে পড়বেন না বলে দাবি শিক্ষাবিদদের একাংশের। শিক্ষামহলে এই বিষয়টি নিয়ে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ রাজ্য সরকারের এই ব্যবস্থার নিয়ে প্রশ্ন তুলেছেন। ২০১১ সালে শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু । সেই সময় থেকেই কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির পরিকল্পনা শুরু হয়েছিল। কিন্তু, তারপর ব্রাত্য বসু অন্য দফতর বদলে যান। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এখন শিক্ষা দফতরের দায়িত্ব পেয়েছেন ব্রাত্য বসু। তার আমলে ফের অনলাইন পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে।

আরও পড়ুন:  #parthachatterjeearrest: ইডির পর পার্থর গায়ে সিবিআইয়ের হাত
আরও পড়ুন:  Subiresh Bhattacharya : উপাচার্য সুবীরেশ জেলেই থাকবেন আগামী ১০ দিন

Related posts:

Featured article

%d bloggers like this: