28 C
Kolkata

Covid -19 : বুস্টার ডোজ নিতে অনীহা দেখা যাচ্ছে তিলোত্তমায়

নিজস্ব প্রতিবেদন : করোনার বুস্টার রোজ নিচ্ছেন না কলকাতা বাসী। ৬০ এর বেশি বয়সের এই ডোজ নিতে আগ্রহী দেখাচ্ছেন না । এক কথায় বলা যায় বুস্টার ডোজ নিতে অনীহা দেখা যাচ্ছে তিলোত্তমায়। তবে কলকাতা পুরসভার তরফে এর পিছনে থাকা কারণ খুঁজে দেখা হচ্ছে ।

গতকাল অর্থাৎ শনীবার মেয়র ফিরহাদ হাকিম জানান, একটা বড় অংশ বুস্টার ডোজ নিচ্ছে না। `যার কারনে রীতিমত উদ্বিগ্ন পুরসভা। ইতিমধ্যেই এই অনীহা কাটাতে সচেতনতা প্রচারে জোর দেওয়া হয়েছে।

পুরসভার রেকর্ড অনুযায়ী শহরে বয়স্কদের মধ্যে বুস্টার ডোজ না নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি । মনে করা হচ্ছে করনার প্রতি ভয় চলে যাওয়াই বুস্টারের অনিহার অন্যতম কারণ কিন্তু এই প্রবণতা বড় সমস্যা ডেকে আনতে পারে তাই মানুষ যাতে বুস্টার ডোজ নেন সেজন্য প্রচারে জোর দেওয়া হবে।

আরও পড়ুন:  Durga Puja: মা দুর্গার মূর্তি গড়তে কেন প্রয়োজন হয় পতিতালয়ের মাটি? জানুন কারণ...
আরও পড়ুন:  Kolkata Tala Bridge: অবশেষে উদ্বোধনের পথে টালা ব্রিজ

পুরসভাসূত্রে খবর, এখনও পর্যন্ত ৪ লক্ষ ৩ হাজার ৮৪৪ জন নাগরিক বুস্টার ডোজ নিয়েছেন । তার মধ্যে ৬০ বছর বয়সি ও তার ঊর্ধ্বে টিকা নিয়েছেন দুই লক্ষ ৮৫ হাজার ৯৪ জন। অনেকেই বুস্টার এড়িয়ে যাচ্ছেন। তাই এলাকায় এলাকায় গিয়ে লিফলেট বিলি, মাইকিং ও সচেতনতার ওপর জোর দেবে পুরসভা।

Featured article

%d bloggers like this: