নিজস্ব প্রতিবেদন: পাখির চোখ লোকসভা নির্বাচন। যতদিন এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক দলগুলোর অন্দরে বাড়ছে তরজা। তবে,কেউ এক চুল জায়গাও ছাড়তে নারাজ। অপরদিকে ইতিমধ্যেই শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তবে, বইমেলা শুরু হলেও নজর কাড়ছে সেখানকার পোস্টার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কলকাতা বইমেলার একটি পোস্টার। যে পোস্টারের লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। পোস্টারের মাঝে লেখা ‘সকল বইপ্রেমীদের সাদর আমন্ত্রণ। ৪৬ তম আন্তর্জাতিক পুস্তক মেলা’। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে রবি ঠাকুরের দু-লাইন ‘বই হচ্ছে অতীত ও বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো’। সেই পোস্টারের নিচে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, বিধান নগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ দমকল মন্ত্রী সুজিত বোস।

কিন্তু তৃণমূল নেতৃত্বদের সঙ্গে কলকাতা বইমেলার এই পোস্টার নিয়ে চরম কটাক্ষ। এই পোস্টার সোশ্যাল মিডিয়ার শেয়ার করে সাহিত্যিক বিনোদ ঘোষাল প্রশ্ন ছুড়েছেন,’টেটের প্রশ্ন এদের মধ্যে কে রবীন্দ্রনাথ চিহ্নিত কর’। আর সাহিত্যিকের সেই ছবি শেয়ার করে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য শতরুপ ঘোষ লেখেন,’ আজি হতে শতবর্ষ পরে একদল চোর জুড়ে বসেছে আমার পোস্টারে’। সিপিআইএম নেতার এই পোস্টে হাসির রোল বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।কলকাতা বইমেলার পোস্টারে তৃণমূল নেতৃত্বদের ছবি নিয়ে উঠেছে প্রশ্ন। প্রসঙ্গত, কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। তাঁর বাড়িতে পাওয়া যায় টেটের অ্যাডমিট কার্ড, OMR শিটের কয়েকশো প্রতিলিপি। শিক্ষক নিয়োগে দুর্নীতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর রেহাই পেলেন না তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষও। সেই প্রসঙ্গ টেনে কটাক্ষ করতে ছাড়েনি বিনোদ ঘোষালও।
প্রসঙ্গত, প্রতীক্ষার অবসান ঘটিয়ে সপ্তাহের শুরুর দিন সোমবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বইমেলা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি বছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি স্পেন।