নিজস্ব প্রতিবেদন: নভেম্বরের শুরুতে বঙ্গে শীতের আমেজ না থাকলেও মাসের শেষে একটু একটু করে পারদ নামতে চলেছে। সেই মতোই ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই পারদ ক্রমশ নিম্নমুখী হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের ১৫ ডিসেম্বর থেকে বঙ্গে জাঁকিয়ে পড়তে চলেছে শীত। কিন্তু তারই মধ্যে বঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা।
দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সোমবার, আজ সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হচ্ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। বুধবারের মধ্যে এই নিম্নচাপ গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এই ঝড় তামিলনাড়ু ও পদুচেরি উপকূলে আগামী শুক্রবার সকালে আছড়ে পড়তে পারে বলে জানাচে আবহাওয়াবিদরা। আরব আমির শাহীর দেওয়া নাম ‘মনডাউস’।