25 C
Kolkata

Dilip Ghosh : “ছোট ছোট বাচ্ছাদের দিয়ে প্রচার করাচ্ছেন ” মমতাকে কটাক্ষ দিলীপের

নিজস্ব প্রতিবেদন : এবার সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীকে নীল সাদা ইউনিফর্ম পড়তে হবে বলেই জানালো নবান্ন। আর সেই ইউনিফর্মে থাকবে বিশ্ববাংলার লোগো। সরকারের এই সিদ্ধান্ত ক ঘিরেই তৈরী হলো রাজনৈতিক বিতর্ক। আর আজ সকালে দিল্লির উদ্দেশে রহনা হওয়ার আগে মমতাকে কটাক্ষ করলেন তিনি। কলকাতা বিমান বন্দরে দাঁড়িয়ে তিনি বলেন ,” ছোট ছোট বাচ্চাদের দিয়েও রাজনীতির প্রচার করানো হচ্ছে। “

বিজেপী সহ সভাপতি বলেন,” কেন্দ্রের তাকে প্রকল্প চালাচ্ছে। আর সেটা নিজের দলের নামে প্রচার চালাচ্ছে। যে সমস্ত পরিবার স্বাস্থ্যসাথী পেয়েছে তাদের দিয়েও মুখ্যমন্ত্রী তাদের দিয়েও প্রচার করিয়েছেন। আর এবার ছোট ছোট বাচ্চাদের দিয়ে প্রচার করবেন। “
এদিকে কয়লা পাচারকাণ্ডের তদন্তে আজ ইডির দফতরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে দিলীপের বক্তব্য ,” যাদের আপাতমস্তক দুর্নীতির কালি লেগে আছে কোন কিছু বাদ নেই তাঁদের। মাথা উঁচু করে জেলে যান যারা , তাদের মুখে বড় বড় কথা সাজেনা। ” পাশাপাশি তপন কান্দুর খুনের ঘটনাকে কেন্দ্র করে বলেন ,” আমাদের ২০০-এর বেশি কর্মকর্তা মারা গিয়েছেন তাদের নিয়ে কোন তদন্ত হয়নি। কেউ গ্রেফতার হয়নি।সরকার পুলিশকেও রাজনীতির প্রচারে লাগাচ্ছে। বিরোধীদের কোন সুরক্ষা নেই ।”

আরও পড়ুন:  Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা চালক

উল্লেখ্য , চলতি বছরে সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল গুলিতে ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেই ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ছাত্রীদের দেওয়া হবে সাদা জামা ও নীল ফ্রক। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীদের জন্য বরাদ্দ সাদা জামা ও নীল স্কার্ট। আর ষষ্ঠ থেকে অষ্টম ছাত্রীদের দেওয়া হবে নীল-সাদা সালোয়ার কামিজ ও ওড়না।

Featured article

%d bloggers like this: