নিজস্ব প্রতিবেদন: শিক্ষক দুর্নীতি মামলায় আবার তৎপর ইডি। শিক্ষক নিয়োগের দুটি মামলায় তথ্য চাইল এনফরমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর মামলাকারীদের আইজীবীদের কাছে এই রিপোর্ট চাওয়া হয়েছে। একাদশ- দ্বাদশে দুর্নীতি নিয়ে মামলাকারী ববিতা সরকাররে আইনজীবী এবং নবম-দশমের দুর্নীতি নিয়ে মামলাকারী আব্দুল গনি আনসারীর আইনজীবীর কাছে চাওয়া হল রিপোর্ট। মূলত এই ববিতার মামলার ভিত্তিতে শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করা হয় চাকরি থেকে। অন্যদিকে আব্দুল গনি আনসারীর করা মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। যেহুতু দুটি মামলায় অভিযোগ ওঠে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তাই মামলার তদন্ত শুরু করেছে ইডি। অধিকারীরা চাইছেন আইনজীবীদের থেকে সমস্ত নথি -পত্র সংগ্রহ করে মামলায় এগোতে।