22 C
Kolkata

Ekdalia Evergreen: নেই সুব্রত!

নিজস্ব প্রতিবেদন: তিনি আজ নেই বালিগঞ্জের সেই পুজো প্রাঙ্গনে। শুধুই পরে রয়েছে তাঁর স্মৃতি। তিনি সেই সময়ের সম্পূর্ণ পুজোর দায়িত্ব তাঁরই কাঁধে থাকতো। মহানগরের বালিগঞ্জে বিখ্যাত একডালিয়া এভারগ্রিনের পুজো যেই পুজোর নাম শুনলেই মনে পড়ে যায় সুব্রত মুখোপাধ্যায়ের কথা। কিন্তু চলতি বছরের পুজোয় নেই তিনি। গত মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজো উদ্বোধন করতে গিয়ে দীর্ঘদিনের সহযোদ্ধা সম্পর্কে বললেন,“সুব্রতদার মুখটা বারবার ভেসে উঠছে।”

অন্যবছরের তুলনায় চলতি বছরে অনেক আগেই বাংলায় দুর্গাপুজোর সূচনা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন তিনি। যদিও এদিন পুজো উদ্বোধন করতে গিয়ে প্রতিমাকে শাড়ি অর্পণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ও ফিরহাদ হাকিম। পুজো প্রাঙ্গণ থেকেই প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতি চারণা করেন তিনি। এদিন সিংহিপার্ক, বালিগঞ্জ কালচারাল, মুদিয়ালি সহ বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন মমতা।

আরও পড়ুন:  CV Ananda Bose: আগামী সপ্তাহেই শপথ নিচ্ছেন বাংলার নয়া রাজ্যপাল

Featured article

%d bloggers like this: