নিজস্ব সংবাদদাতাঃ অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফল ডেকে আনছে অবসাদ। তাই সপ্তাহে একদিন হোক ফোনহীন। এই বার্তা নিয়েই বৃহস্পতিবার দুপুরে শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে পথচলতি ছোট ছোট ছেলে-মেয়েদের পাশাপাশি অন্য যাত্রীদের হাতে ঘুড়ি তুলে দিলেন হাটখোলা মেডিক্যাল ব্যাঙ্কের কর্ণধার ডি আশীষ সহ অন্য সদস্যরা।
এই প্রসঙ্গে ডি আশীষ বলেন, শুক্রবার বিশ্বকর্মা পুজো। ছোট ছেলে- মেয়েসহ বড়রা ঘুড়ি ওড়াবেন ছাদের কার্নিশ থেকে কিংবা খোলা ময়দান থেকে । কিন্তু বর্তমান সমাজে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার ডেকে আনছে মানসিক অবসাদ। একাকিত্ব ভাব। এর প্রধান কারণ সারা পৃথিবী জুড়ে মোবাইল ফোন ব্যবহার। ২৪ ঘন্টা মোবাইল ফোন ব্যবহারের ফলই আর মূল কারণ। এই আসক্তি দূর করতে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির মধ্যে দিয়ে অভিনব সচেতনতার বার্তা দিতে পথচলতি সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে ঘুড়ি বিতরণ করা হল।