নিজস্ব প্রতিবেদন: রাজ্যে শুরু গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের পঞ্চম দফা। আজ ভোট সম্পন্ন হবে ৪৫টি আসনে। সুজিত বোস বনাম সব্যসাচী দত্তের লড়াই আজ বিধাননগর কেন্দ্রে। মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বিধাননগরের প্রার্থী সুজিত বোস শনিবার সকালে যান পূর্ব কলকাতা গার্লস কলেজে। ভোট চলছে সেখানে।