নিজস্ব সংবাদদাতা :কিছুদিন আগে বাসের স্টিয়ারিং হাতে কলকাতার রাস্তায় দেখা গিয়েছিল তাঁকে। ফের একই ভূমিকায় পথে নামলেন ফিরহাদ হাকিম । পরিবেশ সচেতনতার বার্তা দিতে আবারও বাসের স্টিয়ারিং ধরলেন পরিবহণ মন্ত্রী। বুধবার কলকাতায় উদ্বোধন হল প্রথম সিএনজি ও ডিজেল চালিত বাস। সেটির উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম।
তারপর নিজেই কসবার পরিবহণ ভবন থেকে বাসটি বের করেন পরিবহণ মন্ত্রী। জানা গিয়েছে, কলকাতা-আসানসোল রুটে চালানো হবে এই বাস। ফিরহাদ হাকিম বলেন, ‘পেট্রল ডিজেলের দাম বেড়েই চলেছে। সেই কারণে কীভাবে মানুষের সুরাহা করা যায়, তার জন্য পরীক্ষা নিরীক্ষা আমরা চালিয়েই যাচ্ছি।
কিছুদিন আগে একটা সিএনজি চালিত বাস উদ্বোধন করা হয়েছে। কিন্তু দূরপাল্লার ক্ষেত্রে শুধু সিএনজিতে যদি সমস্যা হয়, সে কথা মাথায় রেখে সিএনজি ও ডিজেল চালিত বাস আনা হল। পরীক্ষামূলকভাবে চালানো হবে। যদি আমরা সফল হই তাহলে মোদি সরকার যতই পেট্রল-ডিজেলের দাম বাড়ান, তাতে রাজ্যবাসীকে সমস্যায় পড়তে হবে না।’