20 C
Kolkata

Garia Fire : সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড গড়িয়ায়

নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরশুমের পর থেকেই একের পর এক দুর্ঘটনা সাক্ষী হচ্ছে রাজ্য। ঠিক সেরকম সপ্তাহে প্রথমদিন, সোমবার ভোর ৫:৩০ মিনিট নাগাদ গড়িয়া স্টেশন এর কাছে তেতুলবেড়িয়া এলাকায় আগুন লাগে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, যেই বাড়িতে আগুন লেগেছে সেই বাড়িতে কেউ থাকত না। যার ফলে হতাহতের কোন খবর মেলেনি।

এই আগুন নেভাতে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। বহুক্ষণ আগুনের গ্রাসে চলে যাওয়া বাড়িটির ভিতরে ঢুকতেই পারেননি দমকল কর্মীরা। তবে সূত্রের খবর অনুযায়ী সকাল ৭:৩০ মিনিটেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকল কর্মীরা। সূত্রের খবর অনুযায়ী, ওই বাড়িটি স্পিকার তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হতো। যেহেতু এলাকাটি জনঘনবসতিপূর্ণ তাই এই আগুন লাগার ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী দমকল কর্মীরা তৎপরতার সাথে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন:  Jadavpur University Agitaion: উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়

Featured article

%d bloggers like this: