নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি রাই সিনহা হিলস থেকে রাজ্যপালের নাম ঘোষণা করা হয়েছে। বুধবারই বাংলার রাজ্যপাল হিসেবে সকল গ্রহণ করবেন তিনি। মঙ্গলবার সকালে কলকাতায় পা রাখলেন সি ভি আনন্দ বোস। রাজ্যপাল কে বিমানবন্দরে প্রশ্ন অভ্যর্থনা জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা, মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদী, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মঙ্গলবার সকালে বিমানবন্দরে গার্ড অফ অনার দেওয়া হয় তাঁকে।