25 C
Kolkata

ক্রাইস্ট দি রিডিমারের মুখ ঢাকা হল মাস্কে

নিজস্ব সংবাদদাতা :: মহানগরের ইকো পার্কে রয়েছে সেভেন ওয়ান্ডারস গ্যালারি। সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য ক্রাইস্ট দি রিডিমারের মূর্তিতে মাস্ক পরিয়ে করোনামুক্ত শহর গড়ার বার্তা দিল হিডকো কর্তৃপক্ষ। করোনা কালেও মাস্ক ব্যবহারে চরম অনীহা রয়েছে এক শ্রেণীর মানুষের। কিছুতেই মাস্ক পরছেন না তাঁরা । সাধারণ মানুষের এই অনীহা যে খারাপ তা নিয়ে সচেতন করতেই এবার বিশেষ ব্যবস্থা নিল হিডকো কর্তৃপক্ষ। নিউটাউনের ইকো পার্কে ক্রাইস্ট দি রিডিমারের মুখ ঢাকা হল মাস্কে। মানুষকে করোনা সচেতনার বার্তা দিতেই ব্রাজিলের এই বিখ্যাত যীশু মূর্তিটিও নীল মাস্কে ঢেকে দেওয়া হয়েছে।ক্রাইস্ট দি রিডিমারের মূর্তির মুখে তিন ফুটের একটা নীল মাস্ক দেওয়া হয়েছে। সারা বিশ্ব জুড়ে করোনা মোকাবিলায় মাস্ক পরার কথা বলছেন চিকিত্‍সকরা। রাজ্য সরকার নিজেদের উদ্যোগে সেই প্রচার চালাচ্ছে। তারপরেও প্রতিদিনই মাস্ক ছাড়া রাস্তায় বেরোচ্ছেন এমন মানুষ প্রচুর আছেন। যাদের আক্রান্ত হওয়ার ও সংক্রামিত করার সম্ভাবনা বেশি। তাই সাধারণ মানুষ যাতে মাস্ক নিয়ে সচেতন হন তাই এই বিশেষ ব্যবস্থা হিডকোর। সহজেই যাতে চোখে পড়ে যায় তাই ক্রাইস্ট দি রিডিমারের মূর্তিতে মাস্ক পরিয়ে দেওয়া হয়েছে । ইকো পার্ক ক্রাইস্ট দি রিডিমারের মূর্তিটি প্রায় ২০ মিটার উঁচু। বাইপাস থেকে দেখা যায়। এছাড়া এয়ারপোর্ট থেকে নিউটাউন, রাজারহাট বা বাগুইয়াটি অঞ্চলের একাধিক জায়গা থেকে এটিকে দেখা যায়। উঁচু হওয়ার কারণে বহু দুর থেকেই তা দেখতে পান। ফলে সাধারণ মানুষের এটি সহজেই চোখে পড়বে।রেস্তোরাঁগুলি করোনা অধ্যায়ে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই হিডকোর রেস্তোরাঁতে প্রায় ২৫ শতাংশ ছাড় থাকছে । সোমবার, মঙ্গলবার ও বুধবার মিলবে এই ছাড়। হিডকোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহানগরবাসী।

আরও পড়ুন:  Kolkata Job: শহরে বাড়ছে চাকরির সুযোগ, কলকাতায় নতুন অফিস !

Featured article

%d bloggers like this: