25 C
Kolkata

Covid Situation in Kolkata, West Bengal : সরকারি হাসপাতালের চিকিৎসকদের ছুটি বাতিলের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা : সোমবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম একটি জরুরি বৈঠক করলেন। ভার্চুয়্যাল এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের কর্তারা।

) এই টালমাটাল পরিস্থিতিতে সরকারি হাসপাতালের চিকিৎসকদের ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
২) হাসপাতালের যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা কোভিড আক্রান্ত হয়েছেন তাঁদের হাসপাতালেই নিভৃতবাসের ব্যবস্থা করতে হবে
৩) রাজ্যের একাধিক হাসপাতালের চিকিৎসকরা কোভিড আক্রান্ত হচ্ছেন। এই পরিস্তিতিতে যাতে পরিষেবা ব্যাহত না হয় সে জন্য বাকি চিকিৎসকরা কাজের সময়ের বাইরেও হাসপাতালে সময় দেবেন।
৪) কোভিড হাসপাতাল-সহ যে হাসপালগুলিতে কোভিড বেড ছিল সেগুলিতে বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
৫) করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় যে সর্বোচ্চ যত বেড ছিল সেই পরিমাণ বেড ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
৬) এর পাশাপাশি সেফ হোমগুলিও বাড়ানো কথা বলা হয়েছে।
৭) কোভিড রোগীদের যাতে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ থাকে সে দিকে নজর দিতে হবে।
৮) কোভিড রোগী এবং বেডের হালহকিকত সম্পর্কে প্রতিনিয়ত স্বাস্থ্য দফতরকে তথ্য দিতে হবে।

আরও পড়ুন:  Street Dog: গাড়ি দেখলেই তার পেছনে কেন ধাওয়া করে কুকুর ? জানুন কারণ

এদিনের বৈঠকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল উদ্বেগ প্রকাশ করেছে তাদের চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মীরা যেভাবে করোনা আক্রান্ত হচ্ছেন, তাতে অচিরেই পরিকাঠামো ব্যাপকভাবে ধাক্কা খাবে। বিশেষত চার্নক হাসপাতাল, মেডিকা হাসপাতাল, আমরি হাসপাতালে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষ প্রস্তাব দিয়েছেন, ১৪ দিন বা ২১ দিনের আইসোলেশনের যে প্রটোকল তা পরিবর্তন করা প্রয়োজন। বিশ্বের অনেক দেশই এখন ১৪ দিন বা ২১ দিনের আইসোলেশনের নিয়মে বদল এনেছে। স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে, বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চলছে। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিএমআর

Featured article

%d bloggers like this: