25 C
Kolkata

kolkata police: কলকাতা পুলিশের হস্তক্ষেপে হদিশ মিলল বেআইনি অস্ত্র কারখানার

নিজস্ব প্রতিবেদন: ঝাড়খন্ড দুমকা বেআইনি অস্ত্র কারখানার হদিশ কলকাতা পুলিশ। বীরভূমের এক বাসিন্দাকে এই তথ্য উঠে এসেছে। তারপরই কলকাতা পুলিশের ও এসটিএফ তল্লাশি চালায় সেখানে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। এই ঘটনায় মহিলা সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজেন্দ্র প্রসাদ নামে বীরভূমের বাসিন্দাকে সম্প্রতি গ্রেফতার করেছিল এসটিএফ। কলকাতা ধর্মতলা থেকে তাকে আটক করা হয়েছিল। তাকে জেরা করেই দুমকার ওই বেআইনি অস্ত্র কারখানার হদিস মেলে। ওই অস্ত্র কারখানা থেকে ২৫টি মুঙ্গেরি সেভেন এমএম পিস্তল, ৫০টি অস্ত্রের কাঠামো, ৬টি লেদ মেশিন উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে খবর, ধৃতরা মুঙ্গেরের বাসিন্দা।অভিযুক্তদের কলকাতায় নিয়ে আসা হতে পারে। বিহার থেকে কলকাতায় অস্ত্র পাচারের প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুন:  Weather: আজও ভিজবে তিলোত্তমা

কিছুদিন আগে ঘটে যাওয়া বগটুই কাণ্ডের পর থেকেই বেআইনি অস্ত্র উদ্ধারের বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিযান চালানো হচ্ছে শহর এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে। অস্ত্র তৈরির কারখানা গুলি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ। বেআইনি অস্ত্র পাচারের জন্য সন্ত্রাস বাড়ছে বলে মনে করছেন অনেকেই। অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে দুষ্কৃতীদের। রাজ্যজুড়ে লাগাতার অস্ত্র উদ্ধার হচ্ছে। একাধিক অভিযোগ আসছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে অস্ত্র কারখানাগুলি অভিযান চালিয়ে খুঁজে বার করা হচ্ছে।

Featured article

%d bloggers like this: