নিজস্ব প্রতিবেদন :- ক্রমশই ঊর্ধ্বমুখী নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। হু হু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এই পরিস্থিতিতে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।শনিবার বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা উপনির্বাচনে ফলাফল প্রকাশ হয়েছে।দুই কেন্দ্রেই শাসকদলের জয়জয়কার। ধারে কাছে নেই বিজেপি। একাধিক ইস্যুতে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফিরহাদ। যার মধ্যে গুরুত্বপূর্ণ মূল্যবৃদ্ধি এবং দেশের বেকারত্বের হার অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়া। শুধু তাই নয়, কেন্দ্রের বিদেশনীতিরও তীব্র সমালোচনা এদিন শোনা যায় ফিরহাদের কথায়। শুধু তাই নয়, তেলের দাম কমানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রধানমন্ত্রীর উচিৎ বলেও দাবি করেন ফিরহাদ।একই সঙ্গে ভারতের জিডিপি’র সঙ্গে বাংলাদেশের ডিজিপি তুলে আনেন ফিরহাদ। বলেন, বাংলাদেশের বেড়ে যাচ্ছে আর এদিকে ভারতে জিডিপি তলার দিকে। এই অবস্থায় দেশের প্রধানমন্ত্রীকে রামধর্ম মনে করালেন ফিরহাদ হাকিম।
তিনি বলেন,” অবশ্যই হনুমানজির মূর্তি উদ্বোধন করবেন। কিন্তু কাজ করতে হবে তো। কোনটা প্রায়োরিটি সেটা উনি বুঝতে পারছেন না” । পাশাপাশি হাঁসখালি সহ রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, “কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার সঙ্গে যারা জড়িত তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন দাবি করেন ফিরহাদ।” একই সঙ্গে তাঁর মতে যারা এই কাজ করেন তাঁদের মৃত্যুদন্ড দেওয়া উচিৎ বলেও মত তাঁর। তবে শুধু বাংলা নয়, সারা দেশে এর প্রবণতা বেড়েছে বলেও দাবি ফিরহাদের। “যেখানে মহিলাকে আমরা মায়ের রুপে দেখি সেখানে কেন এমন অত্যাচার! সামাজিক অবক্ষয় হচ্ছে বলে দাবি ফিরহাদ হাকিমের।”একই সঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী বলেন, “করোনার পরে, গোটা ভারতবর্ষ জুড়ে আইনকে বুড়ো আঙুল দেখিয়েই অপরাধ বাড়ছে। সে বিষয়টি দেখা উচিৎ বলে দাবি রাজ্যের মন্ত্রীর।” তবে তাঁর মতে, শাহের মন্ত্রকই রিপোর্ট দিয়েছে যে কলকাতা সবথেকে সুরক্ষিত শহর মেয়েদের জন্যে।