নিজস্ব সংবাদদাতা : সামনেই বিধানসভা নির্বাচন। আর এবারের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে বাঙালি-বহিরাহত তত্ত্ব। একদিকে তৃণমূল নিশানা করে বলছে, বিজেপি বহিরাগত।
বাংলার কৃষ্টি, সংস্কৃতির সঙ্গে তাদের কোনও পরিচয় নেই। অন্যদিকে বিজেপির দাবি, বাংলার ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে ও সোনার বাংলা তৈরি করার জন্য বাংলার মানুষ তাঁদের পাশে থাকবেন।এই আবহে ভোটের মুখে নতুন একটি রাগ তৈরি করলেন কবীর সুমন। সেই রাগের নাম ‘জয় বাংলা ভৈরব’। নিজের ফেসবুকে এই কথা জানিয়েছেন শিল্পী ।
এই নতুন রাগেই তিনি গান বানাবেন ও গাইবেন বলে জানিয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। ফেসবুকে তিনি লেখেন, ‘জয় বাংলা। আজ, ২৮, ০২, ২১, সকালে একটি নতুন রাগ তৈরি করলাম। নাম রাখলাম ‘জয় বাংলা ভৈরব’। এই রাগে আমি বাংলা খেয়াল বন্দিশ ও আধুনিক বাংলা গান বানাব।’
ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় সুমন বলেন, ‘এই নতুন রাগের উপর বাংলা খেয়াল যেমন গাইব, ঠিক তেমনই এই সময়ের উপযুক্ত বাংলা গানও বানাব ও গাইব। জয় বাংলা। বাংলা জিতবেই আর বিরোধীরা হারবেই।’ ইতিমধ্যেই বামেদের ‘টুম্পা’ প্যারোডি আর ‘ফ্ল্যাশ মব’-এ মেতেছে শহর।
তেমনই ‘জয় বাংলা’ সুর তুলেছে তৃণমূল সরকার। কবীর সুমনের কথায়, ‘ তাঁর গানগুলো অবশ্যই ভোটের প্রচারের অঙ্গ হবে। নামকরণেই তো রাজনৈতিক ইঙ্গিত রয়েছে। খেয়ালের গান হিসেবে যেমন থাকবে, আধুনিক গান হিসেবেও থাকবে।
আশা করছি, মাননীয়া মুখ্যমন্ত্রী এবিষয়ে জানেন।’