নিজস্ব প্রতিবেদন: আবারও চলন্ত গাড়িতে আগুন। যার যে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে কাঁকুড়গাছিতে। সূত্রে খবর অনুযায়ী জানা গেছে, মঙ্গলবার বিকাল পাঁচটা নাগাদ মানিকতলা থেকে বাইপাসের দিকে যাচ্ছিল একটি গাড়ি। সেই সময় হঠাৎই ওই চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে ওই গাড়িটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধকালীন তৎপরতার আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় গাড়ির চালক পলাতক। ইতিমধ্যে গাড়িটিকে মানিকতলা থানার পুলিশ আটক করেছে। তবে কি কারণে এই বিধ্বংসী আগুন তা জানা যায়নি।
এর পাশাপাশি এদিন বিকাল চারটে নাগাদ তপশিয়ার তিলজালা থানা এলাকার সাপগাছিতে জুতোর কারখানায় বিধ্বংসী আগুন লাগে। এই আগুন স্থানীয়দের নজরে আসতে খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকলের দশটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে পুলিশ সূত্রে জানা গেছে এই আগুনটি জুতোর কারখানার তিনতলায় লেগেছিল। সেই জায়গায় তিন কারখানার কর্মী আটকে পড়েছিলেন। তবে তাদের অক্ষত অবস্থায় ভেতর থেকে বাইরে বার করে আনা সম্ভব হয়েছিল। এমনকি এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলমন্ত্রী সুজিত বসু।