নিজস্ব প্রতিবেদন:খুনের ছক কষার জন্য কিছু মাস আগে পুলিসের জালে ধরা পড়েছিল কুখ্যাত দুষ্কৃতী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। পরে জেল থেকে ছাড়া পায় সে। কিন্তু ফের তাকে আটক করা হল। বৃহস্পতিবার গভীর রাতে কসবা থানায় তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজত চাইছে পুলিস।
পুলিস জানিয়েছে, গতকাল গভীর রাতে বিমানবন্দর থানা এলাকার কৈখালির দাসপাড়ার একটি ফ্ল্যাট থেকে ধরা পড়ে পাপ্পু। সেখানেই লুকিয়ে ছিল সে। আগে অনেকবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালালেও, এবার আর তা সম্ভব হয়নি।কলকাতার একাধিক থানায় বহুবার দফায় দফায় বহু অভিযোগ জমা পড়েছে পাপ্পুর নামে। প্রতিবারই ঝামেলা পর সে পালিয়ে যেত। কসবায় তার বিরোধী গ্যাংয়ের মূল পাণ্ডা মুন্না পাণ্ডের উপর হামলার অভিযোগউঠেছিল তার বিরুদ্ধে। সেই ঘটনায় একাধিক আইনে মামলা রুজু হয় পাপ্পুর নামে। কিন্তু সে ফেরার ছিল। এবার আর শেষরক্ষা হল না। এছাড়াও তার দলের আরও সাতজনকে পুলিশ পাকড়াও করেছে বলে জানা যায়। এলাকায় তোলাবাজি এবং অশান্তি সহ একাধিক সমাজবিরোধী কাজের সঙ্গে সরাসরি যোগসূত্র ছিল সোনা পাপ্পুর । লালবাজারের গুন্ডাদমন শাখা তল্লাশি চালিয়ে তাঁকে আটক করে।
গত বছরে তাকে গ্রেফতার করা হয়েছিল দুষ্কৃতী মুন্না পান্ডেকে প্রাণে মারার ছক সংক্রান্ত মামলায়। প্রেসিডেন্সি জেলের বাইরে ২৬ জনের একটি দল নিয়ে মুন্না পান্ডে কে খুন করার পরিকল্পনা করেছিল সে । তবে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রতিপক্ষ মুন্না পান্ডে কে খুন করতে সক্ষম হয়নি সোনা পাপ্পু। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে ।অবশেষে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে ২০২১ সালের ২৩শে গ্রেপ্তার করা হয়।