নিজস্ব প্রতিবেদন: ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তাকে সামনে রেখে রাজ্য পর্যটন দপ্তর বিশেষ প্রচারাভিযানে নামছে। রাজ্যে শুরু হতে চলা এই চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া ভিন রাজ্য তথা দেশের অতিথিদের সামনে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র সম্পর্কে প্রচার করা হবে। পর্যটন দপ্তর সূত্রে খবর এজন্য নন্দন চত্বরে আলাদা করে স্টল দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথায় কী কী বেড়ানোর জায়গা আছে, তার পাশাপাশি এখানে এলে কোথায় কোথায় থাকা যায়, তার বিস্তারিত তথ্য তুলে ধরা হবে এখান থেকে। সেই কাজের জন্য ইতিমধ্যেই পর্যটন দপ্তরের তরফে স্টল দেওয়া হয়েছে।
এদিকে এবারের চলচ্চিত্র উৎসবে বর্ষিয়ান অমিতাভ বচ্চনকে সম্মান জানাতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। যা উদ্বোধন করবেন জয়া বচ্চন। অমিতাভ বচ্চন কিছুদিন আশিতম জন্মদিন উদযাপন করতেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে তাঁর চলচ্চিত্র জীবনের বিভিন্ন মুহূর্তের ছবির পাশাপাশি তাঁর সিনেমার পোস্টার দেখতে পাওয়া যাবে। একটি বিশাল পোট্রেটও থাকার কথা রয়েছে। জানা গিয়েছে, তাঁকে নিয়ে তৈরি একটি শর্ট ফিল্মও দেখানো হবে প্রদর্শনীতে।