নিজস্ব প্রতিবেদন: রমরমিয়ে সল্টলেক করুণাময়ীতে চলছে ৪৬ তম আন্তর্জাতিক কলকাতার বইমেলা। চলতি বারের এই মেলা প্রতিবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই শুভ সূচনা হয়। এবারের থিম ‘কান্ট্রি স্পেন’। তবে এই মেলা প্রাঙ্গণে ভিন্ন দেশের পুস্তক সহ রয়েছে খাবার এবং প্রসাধুনিক জিনিসপত্র। চলতিবারেও শহরের বিভিন্ন প্রান্ত থেকে বইপ্রেমীরা হাজির হয়েছে এই মেলা প্রাঙ্গণে। ঠিক সেরকমই মঙ্গলবার এই মেলা প্রাঙ্গণে উপস্থিত হন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে এক অদ্ভুত মন্তব্য করলেন তিনি। কিন্তু কেন এমন বিস্ফোরক মন্তব্য কেন মেয়র?
১৯৯৭ সালে কলকাতা বইমেলা প্রাঙ্গণে খাবার স্টল থেকে পুড়ে ছাই হয়ে যায় বইমেলা। চলতি বারেও বইমেলার পাশাপাশি থাকছে খাদ্য মেলাও। যাতে এই খাদ্য মেলার কারণে সেই বিধ্বংসী আগুনের ঘটনার পুনরাবৃত্তির না ঘটে, তাই বিশেষভাবে নজরদারি চালাতে বলেছেন তিনি। এর পাশাপাশি মন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র চলতি বারের জন্য নয় প্রত্যেকবারই সুইমিংপুল প্রাঙ্গনে বসবে খাবারের স্টল। তিনি এ প্রসঙ্গে আরো জানিয়েছেন,’গড়িয়া, যাদবপুর, বাঁশদ্রোণী, পাটুলি ছাড়াও পূর্ব কলকাতার বেহালা এমনকী হাওড়া থেকেও অগুনতি বাস আসছে এই বইমেলা প্রাঙ্গণে। যার ফলে খুব সহজেই মানুষ পা রাখতে পারছেন কলকাতা আর্ন্তজাতিক বই মেলায়। এছাড়াও এবারই প্রথম বইমেলা আসার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুবিধা পাচ্ছেন আমজনতা। তাই সমান তালে ভিড়ও বাড়ছে।’