শ্রাবণী পাল ও নাজমা খাতুন: হাতে মাত্র কয়েকদিন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) শুরু হতে আর ২ দিন। ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর টানা ৭ দিন রসে বসে কলকাতা। এবারে এক ভিন্ন থিম ফুটে উঠেছে। Keyখবর-এর ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। সেজে উঠছে নন্দন চত্বর। ছবি দেখুন একনজরে-



