24 C
Kolkata

Kolkata Metro: বাজেটে কলকাতা মেট্রোর জন্য বাড়ল বরাদ্দ

নিজস্ব প্রতিবেদন: বর্তমানে দৈনন্দিন জীবন যাত্রার মধ্যে অন্যতম অঙ্গ হয়ে উঠেছে মেট্রো। শহরের বিভিন্ন প্রান্তে চালু হচ্ছে মেট্রো পরিষেবা। যার জেরে অফিসযাত্রী থেকে ভ্রমণপ্রেমী সকলেই এই এই পরিষেবা গ্রহণ করে থাকেন। সম্প্রতি ১২ বছর অপেক্ষা করার পর অবশেষে জোকা তারাতলা মেট্রো চালু করা হল জনসাধারণের উদ্দেশ্যে। মাত্র একটি রেক দিনে বারো বার যাতায়াত করে এই মেট্রো। তবে এই মুহূর্তে সপ্তাহে ৫ দিন চলবে এই মেট্রো। তবে এ নিয়ে ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করেছেন তাতে কলকাতার তিনটি মেট্রো প্রকল্পের মধ্যে দুটিতে টাকা বরাদ্দ করা হল।

জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পের জন্য আগে বরাদ্দ ছিল ৭৯৪ কোটি টাকা। বুধবার বাজেট পেশ হওয়ার পর সেই বরাদ্দ বেড়ে দাঁড়াল ১৩৫০ কোটি টাকায়। প্রায় ৭০% কাছাকাছি। এর পাশাপাশি এয়ারপোর্ট-নিউ গড়িয়া রুটের জন্য বরাদ্দ করা হল প্রায় ২৫%। প্রসঙ্গত, এই প্রকল্পের ২০১০ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায় এই প্রকল্প ঘোষণা করেন। সেই ঘোষণার ১২ বছর পর অবশেষে সকল বাধা বিপত্তি পেরিয়ে উদ্বোধনের দিকে জোকা-তারাতলা মেট্রো। কলকাতার তৃতীয় মেট্রো লাইন হিসেবে পরিচিত এই প্রকল্পটি। এই পরিষেবার ফলে বেহালাকে যানজট থেকে মুক্ত করতে চলেছে কলকাতা মেট্রোর পার্পল লাইন।

আজ, বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করা শুরু করেছেন সকাল ১১ টা থেকে। তার দিকেই তাকিয়ে রয়েছে দেশবাসী। লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ এই বাজেট। অর্থমন্ত্রী সকালে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে নর্থ ব্লকে যান। তারপর সেখানে এই বাজেট নিয়ে অর্থ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা সম্পূর্ণ করেই রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেয়। ওখানে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করে তিনি বাজেট অনুমোদনের পর অর্থমন্ত্রী যান সংসদে। তারপরই আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অবশেষে ক্যাবিনেট বৈঠককের অনুমোদনের পরই শুরু হয় এই বাজেট।

সকাল থেকেই দেশবাসীর ভাবছে কি হবে আজকের বাজেটে। কিন্তু এই বাজেটের মহিলাদের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিয়ে আসল নতুন একটা প্রকল্প। তাও আবার স্বল্পসঞ্চয়ে। এই প্রকল্পের নাম ‘মহিলা সম্মানপত্র’। যার সুদের হার মাত্র ৭.৫%। এই প্রকল্পে ২ বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা। আসন্ন লোকসভা নির্বাচন তার আগেই মহিলাদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আদিবাসী জনজাতি, মুসলিম ভোটের পাশাপাশি চলতিবারে ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য মহিলা ভোটও। এছাড়াও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে। পোস্টঅফিসে মান্থলি ইনকাম স্কিমে ৪.৫ লক্ষের পরিবর্তে ৯ লক্ষ টাকা রাখা যাবে।এমনকি জয়েন্ট অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকার পরিবর্তে ১৫ লক্ষ টাকা রাখা যাবে।

আরও পড়ুন:  President Fund: বাড়ল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার !

Featured article

%d bloggers like this: