21 C
Kolkata

Kolkata: মহেশতলায় গুরুতর জখম নাবালিকা

নিজস্ব প্রতিবেদন: মহেশতলায় গৃহপ্রবেশের দিনেই বহুতল আবাসনের ৯ তলার অগ্নি নির্বাপন ব্যবস্থার জরুরি অবতরণের গহ্বর থেকে পড়ে গুরুতর জখম নাবালিকা। এই নিয়ে আবাসিকদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণে এমন ঘটনা। গত বৃহস্পতিবার রাতে মহেশতলার একটি বহুতল আবাসনের ৯ তলা থেকে পড়ে গুরুতর জখম হয় অন্বেষা ঘোষ(৮)। প্রতিবেশীদের সহায়তায় অন্বেষাকে প্রথমে বজবজের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলেও অবস্থার অবনতি ঘটায় কলকাতার সিএমআরআই-তে স্থানান্তরিত করতে হয়।

সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অন্বেষা। আবাসিক এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা পেশায় সরকারি চাকুরিজীবী গৌতম ঘোষ ও তার পরিবার তাদের নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজো উপলক্ষে একটি সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে আসা অন্যান্য অতিথিদের পাশাপাশি তার নিজের মেয়েও বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে ওই অগ্নি নির্বাপন জরুরি অবতরণের গহ্বরে অন্বেষা সহ আরও একটি বাচ্চা লুকাতে গেলে ৯ তলা থেকে সে নিচে পড়ে গেলেও অপর বাচ্চাটি উপরে উঠে আসতে পারে। এই ঘটনা আবাসিকদের মধ্যে চাউর হতেই আবাসন অফিসে আবাসিকরা গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা মনে করছেন আবাসন কর্তৃপক্ষের গাফিলতির জন্যেই বারবার এই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন আবাসিকরা।

আরও পড়ুন:  Offbeat Sea Beach: মাত্র ২০০০ টাকায় ঘুরুন গরিবের গোয়ায়

Featured article

%d bloggers like this: