22 C
Kolkata

Roadside Taps: কলকাতার রাস্তাকে গুডবাই ট্যাপকলের


নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই কল্লোলিনী কলকাতায় পরিবর্তন এসেছে নানান ভাবে। পাল্টে গিয়েছে নানান রাস্তাঘাট। উন্নত হয়েছে বিভিন্ন রাস্তার লাইটও। কিন্তু এখনও শহরের বিভিন্ন প্রান্তে দেখা যায় রাস্তার ধারে ট্যাপ কল। আর সেই ট্যাপ কল থেকেই ক্রমাগত টপ টপিয়ে পড়ছে জল। তবে মহানগরী থেকে এবার বিদায় নিতে চলেছে ট্যাপকল।

বহু মানুষ পানীয় জলের জন্য ট্যাপকল ব্যবহার করে। কলকাতা শহরে এরকম বহু মানুষ থাকে যাদের সারাদিন খাওয়ার জল থেকে স্নানের জল সবটাই নির্ভর করে ওই ট্যাপকল গুলোই। কিন্তু অনেক সময় আবার বিভিন্ন জায়গার ত্যাগ ট্যাপকল মানুষের বিরক্তির কারণ হয়ে ওঠে। সেই বিরক্তিক কমাতে এবার ময়দানে কলকাতা পুরোনিগম।

সম্প্রতি, কলকাতা পুরোনিগমের তরফে জানানো হয়েছে শহরে রাস্তার ধারের ট্যাপকলগুলিকে এবার তুলে নেওয়া হবে। প্রতিটি বাড়িতে, বস্তিতে,কলোনিতে, পানীয় জল সরবরাহ করার কাজ সম্পন্ন হওয়ার পরেই এই ট্যাপকলের আর কোনও প্রয়োজনীয়তা থাকবে না। ফলত উচ্ছেদ করে দেওয়া হবে ট্যাপকল গুলোকে। যার জেরে জলের অপচয় কম হবে বলে মনে করছে কলকাতা পুরনিগম।

অনেক সময়, ট্যাপকল গুলো থেকে জল পড়ে রাস্তার গলি নষ্ট হয়। অনেকে আবার কল খুলে কল বন্ধ করে না। ফলে জলের অপচয় যেমন হয় তেমনি রাস্তা নোংরা হয়। সম্প্রতি কলকাতা, হাওড়ায় বন্ধ ছিল পানীয় জল সরবরাহ। এমনকি শহরের তিরিশ শতাংশ পানিও জল ব্যবহার না করেই নর্দমায় চলে যায়। অনেক সময় জলের পাই ফেটে যায় কিন্তু জল পরিষ্কার করার কেউ থাকে না। তাই সেই সমস্ত সমস্যা দূর করতে এবার বিমে পয়সায় বস্তিতে, বাড়ি বাড়ি জলের পাইপলাইন সংযোগ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কলকাতা পৌরনিগমের তরফে। এর ফলে জল অপচয় হবে না, রাস্তাঘাট নোংরা হবে না, তাই যত দ্রুত সম্ভব কলকাতা শহরের ট্যাপ কল গুলোকে উচ্ছেদ করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন:  Biscuit:বহুল প্রচলিত বিস্কুটের গায়ে কেন থাকে অগুনতি ছিদ্র জানেন?

Featured article

%d bloggers like this: