নিজস্ব প্রতিবেদন: বর্তমানে রাজনৈতিক দলগুলোর অন্দরে তুঙ্গে প্রস্তুতি। কারণ আর মাত্র কয়েকদিন পরেই নির্বাচন। তবে, নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলি পরিপূর্ণ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এবার মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি-লিট সেন্ট জেভিয়ার্সের।

২০১৮ সালেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া হয়েছিল ডিলিট সম্মান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় তৎকালীন আচার্য কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন মমতা। যদিও সেই নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। তবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। গত বছরই সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ফাদার ফেলিক্স রাজ বলেছিলেন ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দিনই মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়া হবে। কথা রেখেছেন ফাদার। সোমবার সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি-লিট দেয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে ডি-লিট সম্মান পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনা যায়, সে সাধারণ মানুষ হয়েই থাকতে চায়। সমাজের দুর্বল শ্রেণির হয়েও কাজ করতে চায়। সংবিধান বাঁচানো দরকার’। অপরদিকে সেই ভাষণেই রাজ্যপাল বলেন, ‘মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সহকর্মী’।
