নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতিতে বরাবর সামনের সারিতে থেকে কাজ করে চলেছেন পুলিশ কর্মীরা । অনেক সময়েই আক্রান্তও হয়েছেন তাদের অনেকে। ঘটেছে মৃত্যুও। এবার করোনা আক্রান্ত হলেন খোদ কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।সমগ্র লকডাউন পরিস্থিতিতে সারা কলকাতা চষে বেরিয়েছিলেন তিনি। একেবারে রাস্তায় নেমে মানুষকে সচেতন করার কাজ সামলেছেন নিজে হাতে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম সারিতে থেকে লড়াই করতে করতে আজ নিজেই করোনা আক্রান্ত হলেন অনুজ শর্মা। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসার পরেই লালবাজারে সিপির ঘর স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরেই অফিসে আসছিলেন না পুলিশ কমিশনার। গত পরশু ডিসিদের সঙ্গে বৈঠক করার পরেই তিনি আর অফিসে আসেননি। তারপর তিনি কোভিড টেস্ট করান এবং তার রিপোর্ট পজিটিভ আসে। চিকিত্সকদের পরামর্শে আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। প্রতিমুহূর্তে চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন।জানা গেছে মৃদু উপসর্গ রয়েছে পুলিশ কমিশনারের। তবে যেভাবে কলকাতা পুলিশের অন্দরে করোনার থাবা ক্রমশ চওড়া হচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবারই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গৌতম মাহাতোর । কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি।ইতিমধ্যেই কলকাতা পুলিশে প্রায় ২১০০ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তবে পুলিশে সুস্থতার হার যথেষ্টই ভালো। ইতিমধ্যেই প্রায় ১৮০০ জন পুলিশকর্মী সুস্থ হয়ে গিয়েছেন। মৃত্যু হয়েছে ১০ জন পুলিশকর্মীর। এই পরিস্থিতিতে বাহিনীর মনোবল চাঙ্গা রাখতে ছুটি না নিয়ে বাড়ি থেকেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা ।