নিজস্ব প্রতিবেদন: ২৪ জানুয়ারি, মঙ্গলবার চূড়ান্ত মহড়ার জন্য সকাল ৬:৩০ মিনিট থেকে বেলা ১২:৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড। ২৫ জানুয়ারি, বুধবার দুপুর থেকে পরের দিন সাধারণতন্ত্র দিবস অর্থাৎ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে প্যারেডের আয়োজন করা হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত রেড রোড সহ তার লাগোয়া কিছু রাস্তা বন্ধ থাকবে। সেই রাস্তাগুলি হল হসপিটাল রোড, লাভার্স লেন, কুইনস ওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ, পলাশী গেট রোড, খিদিরপুর রোড (আংশিক), রানি রাসমণি অ্যাভিনিউ (দক্ষিণ ভাগ)। তবে কুচকাওয়াজের মহড়ার জেরে মঙ্গলবার ভোর থেকে যান চলাচল বন্ধ থাকায় প্রবল যানজটের সৃষ্টি হয়। নিত্য অফিস যাত্রীদের এই সমস্যার মধ্যে পড়তে হয়। যার জেরে ভোগান্তির শেষ নেই। রাত ৯ টার পর রাস্তা খুলে দেওয়া হবে। রেড রোড বন্ধ থাকার সময় বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। তবে বিকল্প রাস্তা করা সত্ত্বেও সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের।