নিজস্ব সংবাদদাতা: বর্তমানের কঠিন পরিস্থিতিতে রাজ্য জুড়ে চলছে বিধি নিষেধ। কিন্তু এরই মাঝে অপর পথে হাঁটছে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। রাজ্য সরকারকে না জানিয়েই ভাড়া বাড়িয়ে দিয়েছে অ্যাপ ক্যাবগুলি।
এই ঘটনার চরম ক্ষুব্ধ হয়ে ওলা উবের এই দুই অ্যাপ ক্যাব সংস্থাকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কড়া চিঠি দিল পরিবহণ দফতর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে ৫০ শতাংশ সরকারি বেসরকারি বাস পথে নামার অনুমতি দিয়েছেন। কিন্তু এরই মাঝে রাজ্য সরকারকে না জানিয়েই উবের ক্যাবের ভাড়া ১৫ শতাংশ বৃদ্ধি করা হয় এমনটাই অভিযোগ।
যার ফলে, আগে উবের ক্যাবে উঠলে যে পথ যেতে ২০০ টাকা লাগত সেই পথ যেতে এখন অন্তত ২৩০ টাকা লাগবে। অপরদিকে উবেরের পাশাপাশি ওলার তরফেও ভাড়া বাড়াতে চেয়ে হায়দরাবাদে প্রধান কার্যালয়ে মেল করা হয়েছে বলে খবর। এই ঘটনা জানতে পেরেই অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য পরিবহণ দফতর। এরপরেই পরিবহণ দফতরের তরফে ওলা ও উবের এই দুই সংস্থাকে কড়া চিঠি দেওয়া হয়।
এই ঘটনায় পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমও অত্যন্ত ক্ষুব্ধ। অপরদিকে ভাড়া বাড়ানো প্রসঙ্গে পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল বলেন, ‘এ বিষয়ে দফতরে বিস্তারিত আলোচনার পরেই কিছু বলা সম্ভব হবে’।